×

আন্তর্জাতিক

ভারতে আন্দোলনরত কৃষকদের পক্ষে ট্রুডো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৮ পিএম

ভারতে আন্দোলনরত কৃষকদের পক্ষে ট্রুডো

কৃষকদের ওপর পুলিশের হমলায় উদ্বেগ জানান ট্রুডো

নতুন কৃষি বিলের প্রতিবাদে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কৃষকদের ঠেকাতে পুলিশের বর্বরোচিত হামলার যে অভিযোগ উঠেছে, তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

কানাডিয়ান-পাঞ্জাবিদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রুডো বলেন, ‘ভারত থেকে কৃষক বিদ্রোহের যে খবর আসছে প্রথমেই তার উল্লেখ করতে হবে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আমাদের বন্ধু ও তাদের পরিবার নিয়ে চিন্তিত। বাস্তবটা আমরা সবাই জানি। দাবি আদায়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছে কানাডা। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এসময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্রুডোই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রনেতা, যিনি আন্দোলনকারী কৃষকদের পক্ষ নিয়ে সোচ্চার হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App