করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ তার শ্বশুরবাড়ির সবাই। মঙ্গলবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্ত্রীক হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন তৌসিফ নিজেই এ কথা জানান।
সামাজিক মাধ্যরেম দেয়া স্ট্যাটাসে তৌসিফ জানান, তার স্ত্রী অনেক অসুস্থ। শুধু স্ত্রী না, শ্বশুরবাড়ির সবাই অসুস্থ। সেই সঙ্গে তিনিও অসুস্থ। স্ত্রীর হাসপাতালে ভর্তির একটি ছবি দিয়ে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম অভিনেতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।