×

সারাদেশ

মুজিব শতবর্ষে গৃহ পাচ্ছে সাতক্ষীরার ২৮৯ গৃহহীন পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ পিএম

মুজিব শতবর্ষে গৃহ পাচ্ছে সাতক্ষীরার ২৮৯ গৃহহীন পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮৯ পরিবারের জন্য গৃহ নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামে ৪৭ জন গৃহহীন ও ভূমিহীন গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে মুজিব শতবর্ষে সকল ভূমিহীন পরিবারকে জমিসহ ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হবে। এর ফলে মুজিব শতবর্ষে আর কোন পরিবার গৃহহীন থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হক ছোট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App