×

সারাদেশ

ধলেশ্বরী দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বন্দোবস্ত বাতিলের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ পিএম

ধলেশ্বরী দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বন্দোবস্ত বাতিলের নির্দেশ
“বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ” এ প্রতিপাদ্যে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদী পরিদর্শন করেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে নদীর ধল্লা, চরজলিল, ফোর্ডনগর ও জামির্তা কালাবগা মৌজা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা, নদার্ন ও মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনের নদীর বুকে নির্মিত দুটি রাস্তা , শাহ মেরিন রিসোর্টসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ এবং অতীতে দেয়া বন্দোবস্ত বাতিলেরও নির্দেশ দেন তিনি। এর পর দুপুরে সিংগাইর উপজেলা সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটি আয়োজিত নদীর অবৈধ দখল, নিয়ন্ত্রণ, দূষণ প্রতিরোধ ও নদীর নব্যতা সংরক্ষণ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, মানুষের শরীরে রক্ত প্রবাহের জন্য যেমন শিরা-উপশিরা প্রয়োজন তেমনি দেশকে বাঁচাতে নদী, খাল-বিল সচল রাখা জরুরী। নদীকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়। উপজেলা নদীরক্ষা কমিটির সভাপতি ও ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শাহীন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, ওসি রকিবুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খাঁন, মোঃ রমজান আলী, সাজেদুল আলম তালুকদার স্বাধীন, দেওয়ান জিন্নাহ লাঠু, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া ,আব্দুল হালিম রাজু, দৈনিক আমাদের অর্থনীতির রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ রিপোর্টার মাসুম বাদশাহ। সভায় নদী রক্ষা কমিশনের কর্মকর্তাসহ উপজেলার সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App