×

সারাদেশ

আখাউড়ায় কবিতায় বিজয় মাসকে বরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ১১:২১ পিএম

আখাউড়ায় কবিতায় বিজয় মাসকে বরণ
উড়ে আসা হিম হিম হাওয়া, কুয়াশার মেলা, পিটা পুলি খাওয়ার মাঝে চলে কবিতা আবৃত্তি।  বিদ্রোহী নজরুল থেকে রবীন্দ্রনাথ, বাদ যায়নি পল্লীকবি জসীম উদ্দিন।মাত্র জনাপঞ্চাশ মানুষের উপস্থিতিই জানান দিল এটিই বাঙ্গালীর প্রাণের উৎসব। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব। বিজয়ের মাসকে বরণ করে  নিতে উপজেলা শিল্পকলা একাডেমী  এই উৎসবের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে - এ - আলমের সভাপতিত্বে  উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান,  শিল্পকলা একাডেমীর  সাধারণ সম্পাদক খুরশিদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জমশিদ শাহ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাংবাদিক বিশ্বজিৎ পাল প্রমুখ। উৎসবে কবিতা আবৃত্তি করেন, নাজনীন আক্তার, প্রভাষক কামাল উদ্দিন, ছাদেকুল ইসলাম রতন, সাংবাদিক হান্নান খাদেম, শাফিয়া আক্তার স্বপ্না, উপজেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিক্ষার্থী  তাসনিম হোসেন আনা, মধুরিমা সাহা, মালিহা ইসলাম, মিফতাহুল ইসলাম কাইফ, মোঃ বিন দেলোয়ার ইরাদ, রুবাইদা দেলোয়ার এরিন, লাবণ্য আচার্য্যা, সাবা আক্তার,  তাকছিনা জাহান অজান্তা, মোঃ তামিম হাসান, নাহিয়ান সূর্য নূর, রুদ্রজিৎ পাল, মেহজাবিন সুলতানা চয়নিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জুটন বনিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App