রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র। সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
ছিনতাইয়ের শিকার দেব দুলাল মিত্র জানান, রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশা যোগে আসা দুই ছিনতাইকারী তার পথ অবরোধ করে। কিছু বুঝে ওঠার আগে এক যুবক গলায় ছুরি ধরে, অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে রিকশাসহ ছিনতাইকারীরা সটকে পড়ে। এ বিষয়ে মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ ভোরের কাগজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।