×

সারাদেশ

বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বোকা বানানো যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৪:০৬ পিএম

বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বোকা বানানো যাবে না
ভাস্কর্য এবং মূর্তি এক নয়। মূর্তিকে একটি সম্প্রদায় পূজা করেন। অপরদিকে ভাস্কর্য হচ্ছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। অযথা বিভ্রান্তি ছড়িয়ে দেশের সরল-সহজ ধর্মপ্রাণ মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করার পায়তারা করবেন না। এগুলো বলে মানুষকে বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ। সোমবার (৩০ নভেম্বর) বাউফল উপজেলা পরিষদ এলাকায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এবং কৃষি পূনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ধর্মহীনতায় নয়। দেশের সকল সম্প্রদায়ের মানুষ প্রাগৈতিহাসিককাল থেকেই এক সাথে বসবাস করে যার যার ধর্ম পালন করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছে। স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত করতেই ভাস্কর্য এবং মূর্তিকে একীভূত করে ফেলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কখনোই দেশের সম্প্রীতি বিনষ্ট করতে দেবে না উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক এবং সংবাদকর্মীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. মনিরুজ্জামান। এর আগে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App