×

খেলা

আর্সেনালের মাঠে উলভারহ্যাম্পটনের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৯ এএম

আর্সেনালের মাঠে উলভারহ্যাম্পটনের জয়

ছবি: ইন্টারনেট

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ঘরের মাঠে আবারও হারের তেতো স্বাদ পেয়েছে। তাদের ঘর থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। রবিবার এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে হারে মিকেল আর্তেতার দল। পেদ্রো নেতোর গোলে উলভারহ্যাম্পটন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন গাব্রিয়েল মাগালেস। সফরকারীদের জয়সূচক গোলটি করেন দানিয়েল পোদেন্স।

লিগে নিজেদের মাঠে এটি আর্সেনালের টানা তৃতীয় হার। হোম-অ্যাওয়ে মিলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল দলটি। গেল সপ্তাহে লিডস ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্রয়ের আগের রাউন্ডে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

ম্যাচের পঞ্চম মিনিটে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কর্নারে হেড করতে গিয়ে মাথায় সংঘর্ষে প্রচণ্ড আঘাত পান আর্সেনালের দাভিদ লুইস ও উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেস। মাঠেই অনেকটা সময় ধরে চলে তাদের চিকিৎসা। লুইস মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে গেলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হিমেনেসকে। প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা।

২৭তম মিনিটে নেতোর গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আর্সেনালের। তিন মিনিট পরই ডান দিক থেকে স্বদেশি উইলিয়ানের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালেস।

৪২তম মিনিটে পোদেন্সের গোলে আবার এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। বিরতির পর অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি আর্সেনাল। ১৯৭৯ সালের পর আর্সেনালের মাঠে প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App