ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে আপত্তি
বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুর পর শোকাহত ফুটবল বিশ্ব। বিশ্বের সব প্রান্ত থেকেই তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর মিছিলে যোগ দেননি একজন। উল্টো প্রতিবাদ জানিয়ে আলোড়ন তুলেছেন। কাণ্ডটা ঘটিয়েছেন স্পেনের তৃতীয় বিভাগের দল ভিয়ারেস ইন্তেরিয়াসের নারী ফুটবলার পলা দাপেনা।
রোববার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচের আগে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রা। কিন্তু সবাইকে হতভম্ব করে উল্টো দিকে ঘুরে মাঠে বসে পড়েন পলা। দর্শকরা তাকে দুয়ো দিলেও নিজের আচরণের জন্য অনুতপ্ত নন ২৪ বছর বয়সী ওই নারী ফুটবলার।
ম্যারাডোনাকে শ্রদ্ধা না জানানোর ব্যাখ্যায় পলা দাপেনা বলেছেন, আমি একজন নারী নিপীড়ককে শ্রদ্ধা জানাতে পারি না। আমি বলেছি- একজন ধর্ষক, শিশু নির্যাতনকারী ও নিপীড়কের জন্য এক মিনিট নীরবতা পালন করতে পারব না। তাই ঘাড় ঘুরিয়ে বসে থাকতে হয়েছে। মূল্যবোধের স্থান তার (ম্যারাডোনা) চেয়েও ওপরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।