×

সারাদেশ

সারা বাংলার উন্নয়নের রূপকার শেখ হাসিনা: এমপি চুন্নু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৮:১৮ পিএম

সারা বাংলার উন্নয়নের রূপকার শেখ হাসিনা: এমপি চুন্নু

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ- ৩ ( তাড়াইল - করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু বলেছেন, সারা বাংলার উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আমরা উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছি তাছাড়া সম্ভব হতো না। কিশোরগঞ্জের তাড়াইল উপজোলায় ১ টি নবনির্মিত ব্রীজ ও ৪ টি  উন্নায়ন মূলক কাজের উদ্বোধনকালে এমপি এসব কথা বলেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী কমিউনিটি ক্লিনিক থেকে চৌগাংগা জি,সি রাস্তার নুরসন্দা নদীর উপর ৪ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ৬০ মিটার ব্রীজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৩ ( তাড়াইল - করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য, জতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু।

এছাড়া দুপুরে দামিহা ইউনিয়নের কে ডি আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ৪র্থ তলা ভবন, তাড়াইল  সাচাইল সদর ইউনিয়নের পূর্ব সাচাইল গ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ, রাউতি ইউনিয়নের বানাইল উচ্চ বিদ্যালয়ে ৮১ লক্ষ টাকা ব্যয়ে এক তলা ভবন, তাড়াইল সদর থেকে চিরাং রাস্তা ফুলেশ্বরী নদীর উপর ৩ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে  ৪৫ মিটার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মুজিবুল হক চুন্নু।

উক্ত উন্নায়ন মূলক কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীন, এমপি এ্যাড. মুজিবুল হক চুন্নু' র একান্ত সচিব আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন লাকী,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ফরিদুজ্জামান বাদল,উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলাম রুবেল,উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী  বৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App