×

সারাদেশ

বাঘাইছড়িতে ভূমি কমিশনের কার্যক্রম শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

বাঘাইছড়িতে ভূমি কমিশনের কার্যক্রম শুরু
রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বাধীনতার ৪৮ বছর পর এই প্রথম ভূমি কমিশনার কার্যালয় স্থাপন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম'র উপস্থিতিতে, সহকারী ভূমি কমিশনার কে,এম আবু নওশাদ আনুষ্ঠানিক ভাবে দাপ্তরিক কাজের শুভ সূচনা করেন। এসময় উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার কে,এম আবু নওশাদ বলেন, বাঘাইছড়ি দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা তাই জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষে বর্তমান সরকার উপজেলায় ভূমি অফিসের কার্যালয় স্থাপন করেছেন। এখন থেকে ভূমি সংক্রান্ত সকল বিষয়ে উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ যাহাতে সর্বোচ্চ সেবা পায় আমরা তা নিশ্চিত করবো। সরকারের এমন মহতী উদ্যোগে উপজেলার সকল স্তরের মানুষ ধন্যবাদ সহ ভুঁয়শী প্রসংশা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ স্যার ব্যাস্ততার কারণে আসতে না পারায় আমরা আনুষ্ঠানিক ভাবে কার্যালয়টি উদ্বোধন করতে পারিনি। তবে জনসাধারণের প্রয়োজনে জেলা প্রশসকের অনুমতি ক্রমে দাপ্তরিক কাজ রবিবার থেকে শুরু করেছি। উল্লেখ্যযে,দেশের দুর্গম ও সর্ববৃহৎ উপজেলার জনসাধারণকে ইতিপূৃর্বে জমি সংক্রান্ত কাজ সুদুর রাঙামাটি গিয়ে করতে হতো, যার ফলে অধিক অর্থ ব্যয়সহ জেলা সদরে রাত্রীযাপন করতে হতো উপজেলাবাসীর। সরকারের এমন মহতী উদ্যোগের ফলে উপজেলাবাসীর এখন দৌড়গোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পাবে।এতে করে জনসাধারণের সময় ও অর্থ বাচঁবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App