×

মুক্তচিন্তা

করোনা ধর্মনিরপেক্ষ চরিত্র সমাজতান্ত্রিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১০:৪৩ পিএম

বিশ্বে সবদিক থেকে শীর্ষে থাকা আমেরিকা করোনায় আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকেও শীর্ষে রয়েছে। করোনা ভ্যাকসিন আবিষ্কারেও আমেরিকা শীর্ষে। বিশ্বের প্রথম ভ্যাকসিন প্রায় এসে গেছে। ১১ ডিসেম্বর হয়তো যুক্তরাষ্ট্রে মানবদেহে প্রথম ভ্যাকসিন ‘পুশ’ হবে। বিশ্বে হয়তো আমেরিকানরা সর্বাগ্রে ভ্যাকসিন পাবেন। তারপরও প্রশ্ন থেকেই যায়, আমেরিকায় এত মৃত্যুর কারণ কী? ইমিউন সিস্টেম? খাদ্যাভ্যাস? করোনা ভাইরাস শুধু যে ধর্মনিরপেক্ষ, মানে ধর্ম নির্বিশেষে সবাইকে আক্রমণ করেছে তা নয়, বরং এর চরিত্র অনেকটা সমাজতান্ত্রিক, অর্থাৎ ধনী-দরিদ্র; ক্ষমতাশালী, ক্ষমতাহীন সবাইকে ধরাশায়ী করেছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে বস্তির মানুষ কেউ বাদ যায়নি। করোনা নারী-পুরুষ সবাইকে ধরেছে। তবে মরেছে বেশি গরিব মানুষ। উন্নত দেশে বয়স্ক মানুষ, বিশেষত যারা অন্য রোগে ভুগছিলেন, তাদের মধ্যে মৃত্যুর হার ছিল বেশি। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো (৬৫) জুলাইয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার কেইস ছিল মাইল্ড। ব্রাজিল করোনায় ‘হার্ড-হিট’ দেশ। সেখানে মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার। বলিভিয়া, গুয়েতেমালা ও হন্ডুরাসের প্রেসিডেন্ট; আর্মেনিয়া ও রাশিয়ার প্রধানমন্ত্রী করোনা পজিটিভ হয়েছেন। এদের সবার মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অবস্থা ছিল সংকটজনক। মার্চের শেষে তিনি আক্রান্ত হন, আইসিইউতে ছিলেন তিন দিন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও কাজে যোগ দেন এপ্রিলের শেষ দিকে। হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অর্ল্যান্ডো হার্নান্ডেজ (৫১) আক্রান্ত হন জুনে, সঙ্গে তার স্ত্রী ও দুই উপদেষ্টা। প্রথমদিকে তেমন লক্ষণ না থাকলেও শেষের দিকে তার অবস্থার অবনতি ঘটে এবং তাকে অক্সিজেন দিতে হয়। বলিভিয়ার প্রেসিডেন্ট মিস জেনিন এনেজ (৫৩) জুলাইয়ে আক্রান্ত হন, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন। বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী এবং বেশ কিছু কর্মকর্তাও আক্রান্ত হন। গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামেট্টি (৬৪) করোনা পজিটিভ হন, কিন্তু তার কেইস ছিল মাইল্ড। মোনাকোর প্রিন্স এলবার্ট-২ বয়স ৬২ সম্ভবত প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি করোনায় আক্রান্ত হন। তার অফিস ১৯ মার্চ এটি জানায়। তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। ব্রিটেনের প্রিন্স চার্লস (৭১) করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। রাজপ্রাসাদ ২৫ মার্চে ঘোষণা দেয়। প্রিন্স চার্লস একদিন আগে তার মা রানী এলিজাবেথ-২-এর সঙ্গে দেখা করেছিলেন, তবে রানীর করোনা হয়নি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির চিফ অব স্টাফ আব্বা কোয়েরি মার্চে করোনা আক্রান্ত হয়ে লাগোসের একটি হাসপাতালে এপ্রিলে মারা যান। দেশটির বিদেশমন্ত্রী জিওফ্রে অনিয়েমা জুলাইয়ে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। কমপক্ষে ৮ জন গভর্নর গত ক’মাসে আক্রান্ত হয়েছেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়েন (৪৫) জুনে এক সপ্তাহ আইসোলেশন ছিলেন, কারণ তার একজন ঘনিষ্ঠ ফ্যামিলি মেম্বার করোনা পজিটিভ হন। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুইসটিন (৫৪) এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসটাউ টাউরে এবং অর্থমন্ত্রী ম্যামবাড়ি নিজি; এনার্জি মন্ত্রী ফাফা সান্যাং করোনা আক্রান্ত হলে প্রেসিডেন্ট এডামা বারো আইসোলেশনে যান। জনগণকে তিনি টুইট করে জানান, ‘স্টে সেফ, কোভিড-১৯ ইজ রিয়েল’। ইউরোপীয় ইউনিয়নের প্রধান ব্রেক্সিট নিগোশিয়েটর মিশেল বার্নিয়ার (৬৯) মধ্য মার্চে করোনায় আক্রান্ত হন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৪৮) আইসোলেশন ছিলেন, আক্রান্ত হননি। তার পতœী আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল আইসোলেশন ছিলেন। ভারতে জুনিয়ার রেলওয়ে মন্ত্রী সুরেশ অঙ্গাদি (৬৫) করোনায় মারা যান। বহু উচ্চপদস্থ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো আছেন। ইরানে ফেব্রæয়ারিতে করোনা হানা দেয়, এতে অন্তত ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা, মোল্লা মারা যান। দেশটির একজন ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, প্রেসিডেন্ট হাসান রৌহানির নারীবিষয়ক ডেপুটি মন্ত্রী মাসুমা এবতেকার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা আক্রান্ত হন। করোনা ইরানকে ভালোই আঘাত করেছে। তবে ইরান সরকারিভাবে মৃতের যে সংখ্যা ঘোষণা করছে, প্রকৃত সংখ্যা এর তিন-চারগুণ বলে উন্নত দেশগুলো ধারণা করছে। শিতাংশু গুহ : কলাম লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App