ব্রেন স্ট্রোকের কবলে পড়ে আইসিইউতে ‘আশিকি’ তারকা রাহুল রায়। কার্গিলে ‘LAC- লিভ দ্য ব্যাটল’ নামে একটি ছবির শ্যুটিং চলাকালে তিনি ব্রেন স্ট্রোকের কবলে পড়েন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাহুলকে কার্গিল থেকে প্রথমে শ্রীনগর, পরে সেখান থেকে মুম্বই নিয়ে আসা হয় এবং নানাবতী হাসপাতালে ভরতি করা হয়ে।
কার্গিলের অসম্ভভ ঠাণ্ডার কারণেই তিনি ব্রেন স্ট্রোকের কবলে পড়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা। তাঁর ভাই রোমির সেন রাহুলের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তিনি জানান।
কই সঙ্গে অভিনেতার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বরেও বারতীয় সংবাদ মাধ্যকে জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত সুপারহিট আশিকি ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাহুল। তিনি আরও অনেক ছবিতে অভিনয় করেছেন, তবে সবচেয়ে বিখ্যাত ছবি ১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটাই। ‘আশিকি’-তে রাহুলের বিপরীতে অভিনয় করেছিলেন অনু আগরওয়াল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।