×

সারাদেশ

দুর্গম চরের ১৬৯১ পরিবারে বিদ্যুতের আলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৬:০৮ পিএম

দুর্গম চরের ১৬৯১ পরিবারে বিদ্যুতের আলো
মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অফ গ্রিট চরাঞ্চল সমূহে নেসকো লিমিটেড এর নিজস্ব অর্থায়নে ১৬৯১ টি পরিবারে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার শৈলমারী গ্রামে নদী ও জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, নেসকো লিমিটেডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এ কে এম হুমায়ুন কবীর, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক প্রকৌশলী এম এ আজিজ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিঃ সহকারী প্রকৌশলী ফারহান আনজুম খন্দকার, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, ভোটমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হক চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App