×

আন্তর্জাতিক

ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনার টিকা সরবরাহ: ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১০:২৬ পিএম

ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনার টিকা সরবরাহ: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

নীরবতা ভাঙলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনালেন আশার কথা। বললেন, আগামী সপ্তাহ থেকেই করোনার টিকা সরবরাহ শুরু হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প বলেন, টিকা প্রথমদিকে ফ্রন্ট-লাইনের কর্মী, স্বাস্থ্যকর্মী এবং প্রবীণ নাগরিকদের কাছে পাঠানো হবে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ চলতি মাসে ব্যাপক হারে বেড়েছে। তারপরও এ নিয়ে তেমন কোনো কথা বলছিল না ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর প্রশাসনের কাছ থেকে এর আগে জানানো হয়েছিল, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ফাইজার আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন হয়ে যাবে। আগে থেকে প্রস্তুতি নেয়া থাকায়, অনুমোদনের পর ভ্যাকসিন সরবরাহ ও প্রথম ধাপে মানুষের মধ্যে ভ্যাকসিন দেয়ায় তেমন বিলম্ব হবে না। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধারা ভ্যাকসিনটি পাবেন। প্রথম ধাপের দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনটি দেয়া হবে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীদের। পরের ধাপে ৬৫ বছরের বেশি সব মানুষ এবং শিক্ষা, শিশুদের যত্নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে এই টিকা দেয়া হবে। এ ছাড়া কারাগারসহ বিভিন্ন আটক কেন্দ্রে থাকা ৬৫ বছরের কম বয়সী সব বন্দীকে এই ভ্যাকসিন দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App