×

জাতীয়

ডা. মিলনের আত্মত্যাগেই অবাধ গণতন্ত্র ভোগ করছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

ডা. মিলনের আত্মত্যাগেই অবাধ গণতন্ত্র ভোগ করছি

ছবি: ভোরের কাগজ

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তখন নতুন গতি বেগ সঞ্চারিত হয়। পরে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। শুক্রবার (২৭ নভেম্বর) স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ডা. মিলনের সমাধিতে পুষ্পার্ঘ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তারেক সাঈদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নত্র। তাঁর আত্মত্যাগের কারণেই আজ আমরা অবাধ গণতন্ত্র ভোগ করছি। ডা. মিলনের মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App