আকরাম-সুমাইয়া দ্রুততম মানব-মানবী

আগের সংবাদ

বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল নিউজিল্যান্ড

পরের সংবাদ

রাজধানীতে বাস চাপায় নিহত পথচারী

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০ , ৯:৪২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৭, ২০২০ , ৯:৪২ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় নাসরিন আক্তার (২৮) নামে এক পথচারী নিহত ও শিপন (২৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, কুমিল্লার মুরাদনগরে উপজেলার ধনপতিখোলা গ্রামের সৌদি আরব প্রবাসী মোস্তফা মিয়ার মেয়ে নাসরিন। গার্মেন্টস ব্যবসায়ী স্বামী মো. সিদ্দিকুর রহমান সুমন, ১ ছেলে, ১ মেয়ে সহ সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকত। নাসরিন বাসাতেই সেলাই মেশিন দিয়ে জামাকাপড় সেলাইয়ের কাজ করত।

ঘটনার প্রত্যক্ষদর্শী বান্ধবী জান্নাতুল ফেরদৌস জানান, তারা দুজন বিকেলে শনির আখড়া এলাকায় যায় নাসরিনের সেলাই মেশিনটি মেরামত করতে। মেরামত শেষে সন্ধ্যায় বাসায় ফিরছিল তারা। সাদ্দাম মার্কেটের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলো তারা দুজন সহ আরো বেশ কয়েকজন পথচারী। এক পাশের রাস্তা পার হয়ে মাঝখানের আইল্যান্ডে দাঁড়ায় তারা। নাসরিনের হাতে সেলাই মেশিনটিও ছিল। গাড়ির চাপ কিছুটা কম দেখে পরে আবার বাকিটুকু পার হতে গেলে নারায়ণগঞ্জ গামী তিশা পরিবহনের দূতগতির একটি বাস তার উপর দিয়ে উঠিয়ে দেয়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদশর্ক (এসআই) মোঃ আব্বাস জানান, সন্ধ্যায় চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হবার সময় তিশা পরিবহনের একটি বাস চাপায় মোটরসাইকেল চালক ও ওই পথচারী নারী আহত হয়। পরে খবর পেয়ে তাদের দুজনকরই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নাসরিনকে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর মাথায় ও পায়ে আঘাত পাওয়া মোটরসাইকেল চালক শিপন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আহত মোটরসাইকেল চালক শিপন সাদ্দাম মার্কেট এলাকাতে থাকে। একটি মুরগির দোকানে চাকরি করে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়