×

সাময়িকী

আজ বগুড়ায় শুরু হচ্ছে দুদিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৯:৩৫ পিএম

আজ বগুড়ায় শুরু হচ্ছে দুদিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা

আজ শুক্রবার বগুড়ায় শুরু হচ্ছে দুদিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ নভেম্বর কবি সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক শিরীণ আখতার। লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২০ প্রদান করা হবে। কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

এছাড়া উপস্থিত থাকবেন- কবি মাকিদ হায়দার, কবি ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল প্রমুখ। কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে বইমেলা। বইমেলায় অংশগ্রহণ করবে বাংলা একাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র, দেশ পাবলিকেসন্স। এছাড়াও থাকছে শীতের পিঠা এবং হ্যান্ডিক্রাফটস। -প্রেস বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App