×

সাময়িকী

অপেক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

অপেক্ষা
খুব গাঢ় মেঘ করে ঝুম বৃষ্টি নামে যখন কালো রং আকাশের নিচে কেমন ভৌতিক আদিমতা- তোকে পাশে পেতে মন চায় হুডখোলা রিকশায়। মানুষের দল ব্যস্ত হয়ে যায় বৃষ্টি রোধী ছাউনির খোঁজে আমি তখন অপেক্ষায় এক দেবদূতের আশায় ফাঁকা রাস্তায়। ত্রিচক্রযানের চালককে মনে হয় বৃষ্টির সঙ্গে নেমে আসা কুহক এ পৃথিবীর সে কিছুতেই নয়। রাস্তাটা শূন্য করে শীতল ওমে যাওয়া মানুষগুলোকে কৃতজ্ঞতা। এত নিপুণ আয়োজনে তুই কোথায়? কুড়ে কুড়ে খায় সন্ধান না জানার অজ্ঞতা! আমি অপেক্ষায় থাকি আজ কাল পরশু কোনো এক বৃষ্টি দুপুরে আমি অপেক্ষায় থাকি বৃষ্টিজল অশ্রুজল- সব সঙ্গী করে তুই আসবি চাতক পাখি। এখনো অনেক আকাশ বাকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App