×

শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চায় কুবি শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১২:৪৩ পিএম

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চায় কুবি শিক্ষার্থীরা

কুবি শিক্ষার্থীদের মানববন্ধন/ছবি: প্রতিনিধি

"এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই" "খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?" "আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই" এমন বিভিন্ন স্লোগানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানবন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।

একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় মানবন্ধনে উপস্থিত ছিলো বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদার্থ, রসায়ন, গনিত, লোকপ্রসাশন, নৃবিজ্ঞান, আইন, মার্কেটিং এবং একাউন্টিং বিভাগসহ প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App