×

সারাদেশ

পেট্রোল পাম্পে ওজনে কম, দুই মালিকের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১০:২৫ পিএম

কুড়িগ্রামে ওজনে কম দেয়ার অভিযোগে দুইটি পেট্রোল পাম্প মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট এর (বিএসটিআই) উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে জেলা সদরের খলিলগঞ্জস্থ মেসার্স পনির এন্ড সন্স সার্ভিসেস সেন্টার ও রাজার হাট উপজেলার সিনাই এলাকার মেসার্স একরাম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটি পাম্পে ওজন ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করেন। পনির সন্স ফিলিং স্টেশনে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৪১ মিলিলিটার জ্বালানি তেল কম প্রদান করায় ৩ হাজার টাকা ও একরাম ফিলিং স্টেশনে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৮০মিলিলিটার কম প্রদান করায় ১০হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মিঠুন কবিরাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App