×

জাতীয়

৯ দফা দাবিতে কাল স্কপের ‘দাবি দিবস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৬:০১ পিএম

৯ দফা দাবিতে কাল স্কপের ‘দাবি দিবস’

প্রতীকী ছবি

বন্ধ পাটকলসমূহ রাষ্ট্রীয় মালিকানায় চালু, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, আই.এল.ও কনভেনশন অনুযায়ী শ্রম আইন ও বিধিমালা প্রণয়নসহ ৯ দফা দাবিতে কাল বুধবার (২৪ নভেম্বর) দাবি দিবস পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। দাবি দিবস পালনের অংশ হিসাবে আগামীকাল বুধবার, সকাল ১১ টায় মতিঝিল বক চত্তরে স্কপ ঢাকা অঞ্চলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীসহ স্কপ অন্তর্ভূক্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দ মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো: জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, ডা: ওয়াজেদুল ইসলাম খান, চৌধুরি আশিকুল আলম, নঈমুল আহসান জুয়েল, ফিরোজ হোসেন, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, শাকিল আক্তার চৌধুরী, পুলক রঞ্জন ধর প্রমুখ এক বিবৃতিতে উক্ত কর্মসুচী সফল করার জন্য সংগঠকদের প্রতি আহবান জানান। স্কপ নেতৃবৃন্দ আজ ২৪ নভেম্বর তাজরিন হত্যাকাণ্ডের ৮ বছরে নিহত শ্রমিকদের স্মরণে জুরাইন কবরস্থানে পুস্পার্ঘ্য অর্পণ করে বলেন কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাজরিন হত্যাকাণ্ডের মত অবহেলাজনিত কারণে কর্মক্ষেত্রে শ্রমিক নিহতের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির এবং নিহত শ্রমিকের পরিবার প্রতি আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের বিধান করতে হবে। নেতৃবৃন্দ. তাজরিনের আহত শ্রমিকদের চিকিৎসা, ক্ষতিপুরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App