×

খেলা

সাকিব-রিয়াদের ব্যর্থতার পরও জিতল খুলনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১০:৪০ পিএম

সাকিব-রিয়াদের ব্যর্থতার পরও জিতল খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে সাকিব-রিয়াদ বড় ইনিংস খেলতে না পারলেও তরুন আরিফুল হকের দৃঢ়তায় জিতেছে জেমকন খুলনা

এক বছরের নিষেধাজ্ঞা শেষে জেমকন খুলনার হয়ে ক্রিকেটে ফিরে প্রত্যাবর্তনটা ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ফরচুন বরিশালের ইনিংসে বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে মাত্র ১৫ রান করেছেন তিনি। সাকিবের ব্যর্থতা ঢেকে দিয়ে জেমকন খুলনাকে জয় এনে দিয়েছেন আরিফুল হক। মঙ্গলবার রাতে দ্বিতীয় ম্যাচে খুলনা জিতেছে ৪ উইকেটে। ৯ উইকেটে বরিশালের ১৫২ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহ বাহিনী। আরিফুল ৩৪ বলে করেন ৪৮ রান। এদিন সাকিবের মতো ব্যর্থ হয়েছেন দুই সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ও বরিশালের তামিম ইকবালও। ফরচুন বরিশালের ১৫২ রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় জেমকন খুলনা। এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস, দুজনকেই শিকারে পরিণত করেন তাসকিন আহমেদ। ১৭ রানে মাহমুদউল্লাহর বিদায়ের পর আউট হন সাকিব আল হাসানও। ১৩ বলে ১৫ রান করা সাকিবকে আউট করেন বিসিবি প্রেসিডেন্টস কাপে ঝড় তুলে আসা সুমন খান। জহুরুল ইসলাম করেন ৩১ রান। এরপর জয়ের চেষ্টা চালান শামিম হোসেন ও আরিফুল হক। শামিম ১৮ বলে ২৬ রান করে আউট হন। শেষ ওভারে চারটি ছয় মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরিফুল। এর আগে নিজেদের ইনিংসে মাত্র ১৫২ রান করে তামিম ইকবালের ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নামা ফরচুন বরিশাল প্রথম বলেই হারায় মেহেদি হাসান মিরাজের উইকেট। এরপর খেলতে নামেন পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালকে নিয়ে এগুতো থাকেন তিনি। তামিম ১৫ রানে সাজঘরে ফিরলেও ধীরে-সুস্থে ব্যাট চালিয়ে দলের স্কোর বড় করতে থাকেন ইমন। তামিমের বিদায় নেয়ার কিছুক্ষণ পর আফিফ হোসেনকে শিকার করেন দীর্ঘ দিন পর ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আফিফ করেন মাত্র ২ রান। বরিশালের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন ইমন। ৪২ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫১ রান করেন তিনি। তাকে আউট করেন হাসান মাহমুদ। তৌহিদ হৃদয় ২৭ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২১ রানকরেন। দলীয় রান যখন ১৩৮ তখন শহিদুল ইসলামের বলে একে একে বিদায় নেন আমিনুল ইসলাম, হৃদয় ও সুমন খান। শেষ দিকে তাসকিন আহমেদের ৫ বলে ১২ রানের ইনিংসের সুবাদে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৫২। জেমকন খুলনার হয়ে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ। সাকিব আল হাসান নেন এক উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App