×

সারাদেশ

রৌমারীতে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১০:৪৪ পিএম

রৌমারীতে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ
আসন্ন ১০ ডিসেম্বর উপজেলায় ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২০৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার ( ২৪ নভেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনী কার্যালয় এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা নিয়ে সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, বিএনপি ধানের শীষ নূর আলম খাঁন হিরো, জাতীয় পার্টির বাবুল খান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেম্বার আব্দুল মতিন আনারস, রফিকুল ইসলাম ইসলামী আন্দোলন ইশা হাতপাখা প্রতীক। দাঁতভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম রেজাউল, বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুর রাজ্জাক, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হাশেম মোটরসাইকেল, গোলাম মোস্তফা টেলিফোন ও সাখওয়াত হোসেন মুকুল আনারস, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সাবেক (ভারঃ) চেয়ারম্যান আব্দুল গণী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য হাবিবুর রহমান ছক্কু ঢোল ও আওয়ামী যুবলীগ ইউনিয়ন সভাপতি আমির হোসেন টেবিলফ্যান , জামাত বিদ্রোহী প্রার্থী মফিজ উদ্দিন দুটি পাতা, স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ চশমা, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী লতিফ উল হাসান লালন ঘোড়া, ইসলামী আন্দোলন ইশা আকতার হোসেন হাতপাখা প্রতীক । চর শৌলমারী ইউনিয়নে আওয়ামী লীগ নৌকা প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল, বিএনপির ধানের শীষ প্রভাষক আব্দুস সাত্তার, জাতীয় পার্টির লাাঙ্গল ও বিদ্রোহী প্রার্থী কুদরত উল্লাহ মোটরসাইকেল, সাবেক মেম্বার আতাউর রহমান, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আহ্বায়ক ইউনিয়ন আওয়ামী যুবলীগ আলমগীর হোসেন আনারস, স্বতন্ত্র বকতিয়ার রহমান টেলিফোন, হুমায়ন কবীর টেবিল ফ্যান, এ কে এইচএম সাইদুর রহমান দুলাল ঢোল ও সোলাইমান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App