×

শিক্ষা

জাবির সুবর্ণ জয়ন্তীর কাউন্টডাউন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৪:৫৫ পিএম

জাবির সুবর্ণ জয়ন্তীর কাউন্টডাউন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর কাউন্টডাউন শুরু হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে জুম মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কাউন্টডাউন অনুষ্ঠান উদ্বোধন করেন। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে আগামী বছরের ১২ জানুয়ারী ৫০ বছর অতিক্রম করবে দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্টডাউনের জন্য ঘড়ি স্থাপন করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান খুবই আড়ম্বরের সাথে পালন করবো। কিন্তু করোনাকালীন দুঃসময়ের কারণে আমরা হয়তো সেভাবে তা করতে পারবো না। তবুও আমরা আগামী ১২ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের অর্জনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো। এসময় মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডীন, প্রভোস্ট কমিটির সভাপতি, সিনেট-সিন্ডিকেট সদস্যবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App