রাজধানীতে গায়ে অকটিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ

আগের সংবাদ

রাণীনগর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

পরের সংবাদ

মোহাম্মদপুর বিহারি বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ , ৬:২২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৪, ২০২০ , ৬:২৫ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, মোহাম্মদপুরে বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে ৪টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে উপস্থিত হয়। ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়