×

আন্তর্জাতিক

ডিসেম্বরেই ভ্যাকসিন পেতে পারেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১১:২৭ এএম

ডিসেম্বরেই ভ্যাকসিন পেতে পারেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিরা

ফাইল ছবি

ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি করোনা ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে। আর স্পেন জানুয়ারিতে তাদের নাগরিকদের জন্য ভ্যাকসিন দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

টেলিগ্রাফ পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথমেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিতে পারে ব্রিটেন। কারণ চূড়ান্ত পরীক্ষার ফলাফলে এই ভ্যাকসিন ৯৫ ভাগ সাফল্য দেখিয়েছে। এছাড়া এর গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডা. মোনসেফ স্লাউয়ি সিএনএনকে জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে মার্কিনীরা ভ্যাকসিন পেতে পারেন।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তারা ১০ ডিসেম্বর টিকার অনুমোদনসংক্রান্ত একটি বৈঠকে বসবে।

অপরদিকে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না তাদের কোভিড-১৯ ভ্যাকসিনটির ৯৫.৫ শতাংশ কার্যকারিতার প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। তারা ভ্যাকসিনটির একটি প্রাথমিক দামও নির্ধারণ করা হয়েছে। যেটা ২৫ থেকে ৩৭ ডলার হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App