×

আন্তর্জাতিক

করোনার ঢেউ আবারও শুরু হতে পারে ইউরোপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১১:৩৬ এএম

করোনার ঢেউ আবারও শুরু হতে পারে ইউরোপে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো। ছবি: ডয়েচ ভেলে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো বলেন, ইউরোপের দেশগুলো করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গরমের মাসগুলোতে এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

সুইজারল্যান্ডের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হচ্ছে। যদি তারা করোনা মোকাবেলায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে।’

করোনা প্রতিরোধ ব্যবস্থার জন্য এশীয় দেশের প্রশংসা করেন তিনি। বলেন, এশীয় দেশগুলোর কাছ থেকে ইউরোপের অনেক কিছু শেখার ছিল।

বছরের শুরুর দিকে ইউরোপজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নিলেও বছরের মাঝামাঝি এসে সংক্রমণ বিস্তারের গতি অনেকটা কমে এসেছিল। কিন্তু শীতের শুরুতে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App