কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে আংগুর (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে দাঁতভাঙ্গা বিজিবি সদস্যরা। রবিবার (২২ নভেম্বর) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের আক্কেল আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি পেশাদার চোরাকারবারী চক্র সীমান্ত পিলার ১০৫৪/২-এস মেইন পিলারের নিকটে কাউনিয়ারচর নামক স্থান দিয়ে গরু পাচার করে আনার সময় ২টি বাঁশের আড়কিসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং আটককৃত ব্যক্তিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, আংগুর নামের এক যুবককে থানায় সোপর্দ করেছে বিজিবি। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।