আসন্ন ইউপি নির্বাচনে রৌমারীর ৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন প্রার্থী প্রত্যাহার করেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।
তিনটি ইউনিয়নে মনোয়নপত্র প্রত্যাহার করলেন যারা, দাঁতভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান, আব্দুল হামিদ, আলমগীর হোসেন, সাধারণ সদস্য প্রার্থী ৮ নং ওয়ার্ডে ফজলুল করিম, ৬ নং ওয়ার্ডে আমিনুর রহমান, ১ নং ওয়ার্ডে শাহজাদা সাগর, ৭ নং ওয়ার্ডে ইয়াকুব আলী, ৪ নং ওয়ার্ডে সাজু মিয়া।
চর শৌলমারী ইউনিয়ন সংরক্ষিত মহিলা আসনে-৩ জিয়াসমিন বেগম, সাধারণ সদস্য ২ নং ওয়ার্ডে শাহিন খান, ৫ নং ওয়ার্ডের তারিকুল ইসলাম।
বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নাইমুর রহমান, সাধারন সদস্য ৮ নং ওয়ার্ডের জাকির হোসেন, মিজানুর রহমান, লুৎফর রহমান ও ২ নং ওয়ার্ডের ইদ্রিস আলী।
উপজেলা নির্বাচন অফিসার এ এস এম সাইফুর রহমন জানান, ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।