×

আন্তর্জাতিক

মডার্নার ভ্যাকসিনের দাম দুই হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:২৯ পিএম

মডার্নার ভ্যাকসিনের দাম দুই হাজার টাকা

মডার্নার ভ্যাকসিন

বিশ্বে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন তৈরিতে যেসব প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য মডার্না। মার্কিন ওষুধ নির্মাতা এই প্রতিষ্ঠানের ভ্যাকসিন নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

এরই মধ্যে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনটির একটি প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডোজ প্রতি ভ্যাকসিনটির দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখা হতে পারে। সেই হিসেবে ভ্যাকসিনটির দাম বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকা থেকে ৩ হাজার টাকা হতে পারে। জার্মান সাপ্তাহিক ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেছেন, ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারণ হবে। এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন পেতে ২৫ ডলারের নিচে দাম নির্ধারণের জন্য মডার্নার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চেয়েছিল ইউরোপীয় কমিশন।

মডার্নার প্রধান নির্বাহী বলেছেন, ‘এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আমরা ইউরোপীয় কমিশনের সঙ্গে একটি চুক্তি সইয়ের কাছাকাছি রয়েছি। আমরা ইউরোপে ভ্যাকসিন দিতে চাই। আমরা গঠনমূলক আলোচনায় আছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App