×

আন্তর্জাতিক

পেনসিলভানিয়াতেও ধাক্কা খেলেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:১০ পিএম

পেনসিলভানিয়াতেও ধাক্কা খেলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই রাজ্য ডাকযোগে আসা লাখ লাখ ভোট বাতিলের দাবিতে মামলা করা হয়েছিল।

শনিবার দেয়া ওই রায়ে ফেডারেল আদালতের বিচারক ম্যাথু ব্র্যান বলেছেন, অনিয়মের অভিযোগে যে মামলা হয়েছে, তা কোনো ‘যোগ্যতা ছাড়াই’ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই রায়ের ফলে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের নিশ্চিত পথ তৈরি হয়েছে। তিনি ট্রাম্পের চেয়ে ৮০ হাজারের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন।

এখন এই রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করার জন্য আর কোনো বাধা রইলো না।

ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য সর্বশেষ ধাক্কা।

এদিকে জো বাইডেনের জয়কে এখনো মেনে নিতে পারছেন না ট্রাম্প। ফলে কোনও প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন তিনি। এসব অভিযোগে বিভিন্ন রাজ্যে মামলাও করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। কিন্তু সে সব মামলা আর ধোপে টেকেনি।

মার্কিন নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। আর ২৩২ ইলেকটোরাল ভোট পান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিতে ২৭০টি ইলেকটোরাল ভোট যিনি পাবেন তিনিই প্রেসিডেন্ট হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App