×

পুরনো খবর

হেমন্তের ঝরাপাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৯:৩০ পিএম

হেমন্তের ঝরাপাতা

ঝরাপাতা

হেমন্তের ঝরাপাতা সোহরাব পাশা বিচ্ছিন্ন পথের দীর্ঘ ভ্রমণ কাহিনী দূরের কার্নিশে তার বিহ্বল বিভূতি সমর্পিত লাবণ্যের উন্মাদ আগুনে পোড়ে স্নায়ু দুপুরের খোলা চুলে ফুরোয় না নীল চোখের গুঞ্জন ভোরের বাতাসে রোদ ভাঁজ করা কী আনন্দ ওড়ে জানে না প্রিয় দূরতমা জড়োসড়ো বুকের কাঁপন খোঁজে উষ্ণ প্ররোচনা জাগে লজ্জার বাঁধন ছেঁড়া গান, শুশ্রুষাকাতর হৃদয় তাকে নতজানু করে ছন্দহীন এই অবিশ্বাসের দশকে কী যে মায়ার কুহক স্বপ্নের ভেতর ডানা ঝাপটায় মেঘের বাদুড় তীব্র কুয়াশায় ভিজে যায় রাত্রিছেঁড়া হেমন্তের ঝরাপাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App