×

সারাদেশ

সৈয়দপুরে দেদার বিক্রি হচ্ছে করমুক্ত ফিজিশিয়ানস স্যাম্পল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৯:৪০ এএম

সৈয়দপুরে দেদার বিক্রি হচ্ছে করমুক্ত ফিজিশিয়ানস স্যাম্পল

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে ওষুধের দোকানগুলোতে দেদার বিক্রি হচ্ছে করমুক্ত বিনামূল্যের ওষুধ (ফিজিশিয়ানস স্যাম্পল)। এতে করে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। রোগীদের শরীরে পরীক্ষামূলক ব্যবহারের জন্য যেসব ফিজিশিয়ানস স্যাম্পল চিকিৎসকের সরবরাহ করা হয় সেই সব ওষুধ ওষুধের দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ মিলেছে শহীদ ডা. জিকরুল হক সড়কের (আজিম উদ্দিন সুইট মিট সংলগ্ন) ফারহান ফার্মেসির মালিকের বিরুদ্ধে। মালিকের নাম মো. ফারহান। ওই ওষুধের দোকান থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি ফিজিশিয়ানস স্যাম্পল অ্যাসকোরিল সিরাপ (বিউটামিরেট সাইট্রেট) প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। চিকিৎসকদের দেয়া তথ্য মতে, কোম্পানির তৈরি করা ওষুধ রোগ প্রতিরোধে কতটা সক্ষম তা যাচাই করার জন্য কোম্পানি কর্তৃপক্ষ চিকিৎসকদের বিনামূল্যে বিতরণের জন্য ফিজিশিয়ানস স্যাম্পল সরবরাহ করে। চিকিৎসকরা এসব ওষুধের মান যাচাই করতে তা নিম্নআয়ের রোগীদের হাতে তুলে দেন। বিশেষ করে গরিবরা কোম্পানির বিনামূল্যের ওষুধের হকদার হন। কিন্তু ফিজিশিয়ানস স্যাম্পল খোলাবাজারে বিক্রি করার কোনো নিয়ম নেই। ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির বিষয়ে জানতে কথা হয় ফারহান ফার্মেসির মালিক মো. ফারহানের সঙ্গে। তিনি বলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি থেকেই ফিজিশিয়ানস স্যাম্পল কিনেছি। মোটা টাকার ওষুধ কিনলে কোম্পানি কর্তৃপক্ষ ফিজিশিয়ানস স্যাম্পল দিয়ে রেট পুষিয়ে দেয়। এতে বাড়তি মুনাফা হয়। দোকান খরচ ও কর্মচারীদের পারিশ্রমিক পরিশোধে বেগ পেতে হয় না। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সৈয়দপুর শাখার সভাপতি মিজানুল হক মিজান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোস্তফা বলেন, ওষুধের যেসব ফিজিশিয়ানস স্যাম্পল কোম্পানি কর্তৃপক্ষ সরবরাহ করে সেই সব ওষুধ করমুক্ত থাকে। কেউ এই সুযোগকে কাজে লাগিয়ে ফিজিশিয়ানস স্যাম্পলের নামে ওষুধ বিক্রি করলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়, যা পুরোপুরি বেআইনি। ফিজিশিয়ানস স্যাম্পল সাধারণের কাছে বিক্রি করার বিষয়ে জানতে কথা হয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আশরাফুল হকের সঙ্গে। তিনি মুঠোফোনে বলেন, ফিজিশিয়ানস স্যাম্পল আমরা চিকিৎসকদের দেই। এটি কীভাবে বাজারে যায় তা বলতে পারব না। এ বিষয়ে জানতে কথা হয় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সৈয়দপুর শাখার সভাপতি ডা. মাহবুবুল হক দুলালের সঙ্গে। তিনি বলেন ফিজিশিয়ান স্যাম্পল থাকা উচিত না। এটি সরকারও অনুমোদন দেয় না, তাই এটি বিক্রিযোগ্য নয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার বলেন, ফিজিশিয়ানস স্যাম্পলের ওষুধ ক্রেতাদের কাছে বিক্রি করা যাবে কিনা সেই বিষয়ে আমার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App