×

সাময়িকী

শাড়ির জমিনে ক্লান্তি ঝিমায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম

শাড়ির জমিনে ক্লান্তি ঝিমায়

নবান্নের মিষ্টি ধানশীষ।

শাড়ির জমিনে ক্লান্তি ঝিমায় রুকসানা রহমান দীর্ঘ মোহপথের মোহিত ভেঙে অদ্ভুত বাতাসের খোলা দরজায় এসে দাঁড়ালে? নবান্নের মিষ্টি ধানশীষ গন্ধ নিয়ে চৈত্র খরায় সব সবুজ ম্লান করে সেদিন ভেসে গিয়েছিলে কামবুননের মাঠে। সেই বসন্ত কুমারী বিস্মিত মগ্নতার ভাঁজে রেখে গিয়েছিলে কালের অসীমতমসা। যে যৌবন তুষার প্লাবিত শাড়ির জমিনে ক্লান্তি ঝিমায় কি নিবে, কি দিবো? কিছুই নেই অবশিষ্ট। ফিরে যাও, আমার আমিতে বেশ আছি এই সুবিন্যাস্ত নীলিমার বুকে সান্ধ্য সেঁজুতির মৌন প্রার্থনার অলীক দর্পণে দেখি আর দেখি মুগ্ধতা ছুঁয়ে ছুঁয়ে আগামী জন্মান্তর...।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App