×

জাতীয়

পি কে হালদারকে ধরে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০১:৩৩ পিএম

পি কে হালদারকে গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন।

এ সময় আদালত মন্তব্য করেন কেউ আইনের উর্ধ্বে নয়, পি কে হালদারকে ধরে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক ও আইজিপিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

[caption id="attachment_236994" align="alignnone" width="700"] পি কে হালদার[/caption]

এর আগে, দেশে আসা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পি কে হালদার বর্তমানে কানাডায় আছেন।

এদিকে, পি কে হালদারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App