×

পুরনো খবর

নিয়তি আর মিনতির মধ্যবর্তী অনুসর্গ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম

নিয়তি আর মিনতির মধ্যবর্তী অনুসর্গ
নিয়তি আর মিনতির মধ্যবর্তী অনুসর্গ জসীম উদ্দীন মুহম্মদ একটা অন্তঃক্ষরা গ্রন্থি কেঁদে চলেছে অহোরাত্র কিছুতেই মুছে দিতে পারছে না অস্পষ্ট উচ্চারণের জলছাপ, কেবল শূন্যতা হাহাকার করে সমুদয় পৃথিবী, সেই সাথে কিছু বিমূর্ত ভাবনার আহাজারি; পাছে আশঙ্কা রূপান্তরিত হয় গাছ-পাথর... সেই ভয়ে আজকাল আর তেমন ঘুম আসে না! অথচ জীবন নিছকই সর্পিল বাঁক, বুঝেও কিছুই বুঝে না প্রায়ান্ধ দিন-রাত, কেবলই আবর্তিত হয় জন্ম আর মৃত্যুকে ঘিরে; অথচ আমরা সময়ের রাশ ধরে অহেতুক টানাটানি করি, কিছুতেই ছিন্ন করতে পারি না নিয়তি! তবুও প্রহর গোনে রাখছি নিয়তি আর মিনতির মধ্যবর্তী অনুসর্গ!!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App