×

সারাদেশ

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে গোপনে মাদ্রাসায় নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে গোপনে মাদ্রাসায় নিয়োগ

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ দারুস সুন্নত ফাজিল(স্নাতক) মাদ্রাসায় মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে গোপনে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগে জানাযায় উপাধ্যক্ষ একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন ও আয়াপদে একজনকে নিয়োগের জন্য পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দেন অধ্যক্ষ। অধ্যক্ষের এ জালিয়াতির বিষয়টি জানতে পেরে ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত দুইজন অবিভাবক সদস্য মোঃ শাহ আলম ও মোঃ আব্দুল মোতালেব কুড়িগ্রামের জজ আদালতে বুধবার মামলা দায়ের করেন। মামলা সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠিত হয় ২৩ এপ্রিল ২০১৭ইং তারিখ যার মেয়াদ শেষ হয় এবছরের ২২ এপ্রিল। বিধি অনুযায়ী কমিটির মেয়াদ পূর্তির ৯০ দিনের আগেই নতুন কমিটি গঠন করতে হয়। সেই মোতাবেক গত ০৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয় এবং ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা প্রিজাইডিং অফিসার হিসেবে ফলাফল ঘোষণা করেন। বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের ৩০দিন পর পুর্বের কমিটি বিপুপ্তি হয়ে যায়। বিধিমালা অনুযায়ী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ফাজিল ও কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিতে স্নাতক পাশ ছাড়া কমিটির সভাপতি হতে পারবেন না। কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওই কমিটির সভাপতির কোন শিক্ষাগত যোগ্যতা নেই। প্রতিষ্ঠান প্রধান অত্যন্ত গোপনে একজন উপাধ্যক্ষ, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন আয়া পদে নিয়োগ দিয়ে মোটা অংকের আর্থিক লেনদেন করেন বলে জনশ্রুতি পাওয়া গেছে। নবনির্বাচিত কমিটির সদস্য মোঃ শাহ আলম ও মোঃ আব্দুল মোতালেব জানান, পুর্বের কমিটি গত তিন বছরে অধ্যক্ষসহ ১৪জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে ৭০/৮০ লক্ষ টাকা বানিজ্য করেছে। মাদ্রাসার কোন উন্নয়ন করেননি। সেই লুটেরা কমিটি আবার গোপনে নিয়োগ বানিজ্য করার কৌশল নিয়েছে। তাই মাদ্রাসার স্বার্থে আমরা মামলা করতে বাধ্য হয়েছি। মামলার কারণে নিয়োগ বন্ধ রয়েছে । এ দুর্নীতির প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলামকে মুঠো ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App