×

সারাদেশ

মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০১:৫১ পিএম

মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ছবি - ভোরের কাগজ

মিঠাপুকুরে বালুয়া মাসিমপুরে অবৈধ বালুর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচারিত হয়েছে। এ সময় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের মাসিমপুর চর (আটপুনিয়া), বালুয়া রঘুনাথপুর (বালুয়া বন্দরের দক্ষিণে), বালুয়া-বড়বালা ব্রিজের উত্তরপূর্ব কোনে, হেলেঞ্চা এলাকায় (শাল্টিরহাটে পশ্চিমে) ও নাগেরহাটের আগে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণে নদীর পাড়ে দির্ঘদিন ধরে অবৈধ বালুর পয়েন্ট চালু করে বালু উত্তোলন করছেন একটি প্রভাবশালী চক্র।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় মাসিমপুর চর (আটপুনিয়া) পয়েন্টে ৪ লাখ ও বালুয়া-বড়বালা ব্রিজের উত্তর পূর্বকোন পয়েন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রঘুনাথপুর পয়েন্টের অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকি বলেন, অবৈধ বালুর পয়েন্ট বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। তারপরও কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App