×

সারাদেশ

পুঠিয়ায় গাছের সঙ্গে শত্রুতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

পুঠিয়ায় গাছের সঙ্গে শত্রুতা
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দেড় বিঘা জমির প্রায় আড়াইশ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যপারে অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বাগান মালিকের প্রায় ৫/৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট নামক এলাকায় এ গাছ কাটার ঘটনা ঘটে। বাগান মালিকের নাম আবদুল মালেক তিনি বানেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার। বাগান মালিক আব্দুল মালেক জানান, তিনি প্রায় ৮ মাস আগে দেড় বিঘা জমিতে আড়াইশ মাল্টার চারা এবং আড়াইশ পেয়ারার চারা লাগিয়েছিলেন। পেয়ারা গাছে গুটি গুটি ফল এসেছে। তিনি প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। হঠাৎ বুধবার সকালে শ্রমিক নিয়ে বাগান পরিচর্যায় গিয়ে দেখেন মাল্টার চারা বাদে বাগানের প্রায় সমস্ত পেয়ারার গাছগুলো কেটে ফেলা হয়েছে। তিনি আরো জানান, রাতের আধারে কেউ শত্রু তা করে গাছগুলো কেটেছে বলে ধারনা করা হচ্ছে। এতে তার বাগানের প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যপারে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App