×

খেলা

জার্মানিকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে স্পেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৯:১৪ এএম

জার্মানিকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে স্পেন

মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করে আনন্দে মাতোয়ারা তোরেস

আগের ম্যাচে সুইজারল্যান্ড এর বিপক্ষে ১-১ গোলে ড্র করা স্পেন দুই দিনের মাথায় এত বদলে যাবে তা কল্পনাও করেনি চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলে জয়ী জার্মানরা মঙ্গলবার রাতে স্পেনকে দেখেছে ভয়ঙ্কর রূপে। ঘরের মাঠে সার্জিও রামোসরা গোলবন্যায় ভাসিয়ে ম্যাচ জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে । এ জয়ের ফলে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে পা রাখল স্পেন। এ ম্যাচে হ্যাটট্রিক করেন তোরেস। একটি করে গোল করেছেন আলভারো মোরাতা, রদ্রিগো হারনান্দেজ ও মিকেল ওয়ারজাবাল। স্পেনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেনি ম্যানুয়েল নয়্যার-টনি ক্রুসদের জার্মানি। ১৭তম মিনিটে আলভারো মোরাতার গোল দিয়ে শুরু। এরপর ফেরান তোরেস ৩৩তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন। পাঁচ মিনিট পর গোল পান হারনান্দেজ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্পেন ব্যবধান বাড়ায় দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায়। ৭১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। ম্যাচের শেষ দিকে একটি গোল করেন বদলি হিসেবে খেলতে নামা মিকেল। এ জয়ের ফলে সেমিফাইনালে উঠল স্পেন। 'এ' লিগের চার নম্বর গ্রুপে ৬ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠার লড়াই থেকে বাদ পড়ল জার্মানি। এক ম্যাচ করে কম খেলা সুইজারল্যান্ড ও ইউক্রেনের পয়েন্ট যথাক্রমে ৬ ও ৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App