×

খেলা

মাথা-শরীর যতদিন চলবে ততদিন খেলবেন রামোস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:০৭ পিএম

মাথা-শরীর যতদিন চলবে ততদিন খেলবেন রামোস

সার্জিও রামোস

স্পেনের হয়ে ২০০৫ সালে সর্বপ্রথম ম্যাচ খেলেন সার্জিও রামোস। এর মধ্যে ১৫ বছর খেলে ফেলেছেন তিনি। এই ১৫ বছরে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে তিনি ১৭৭টি ম্যাচ খেলেছেন। ইউরোপে দেশের হয়ে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার তিনি। তবে স্পেনের হয়ে ১৫ বছর খেলে ফেললেও তিনি এখনই স্পেনের জাতীয় দলের জার্সিটা শো কেসে তুলে রাখতে চান না। তিনি চান আরো কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে ঠিক কত বছর খেলবেন তা নির্দিষ্ট করে বলেননি তিনি। আজ এক সংবাদ সম্মেলনে রামোস জানান যতদিন তার শরীর ও তার মাথা তাকে সাহায্য করবে ঠিক ততদিনই তিনি স্পেনের হয়ে খেলা চালিয়ে যাবেন। এ ব্যাপারে স্পেন অধিনায়ক বলেন, ‘আমি ততদিনই খেলা চালিয়ে যাব ঠিক যতদিন আমার শরীর আর আমার মাথা আমাকে সাহায্য করবে। যতক্ষণ আমি আমার লক্ষ্যের প্রতি স্থির থাকব ততক্ষণ পর্যন্ত আমি এগিয়ে যেতে পারব। এদিকে নেশন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে সুইরজারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচেই ২টি পেনাল্টি মিস করেন। আর ১টি ম্যাচে ২টি পেনাল্টি মিস করার কারণে অনেকে দাবি তোলেন যেন রামোসকে আর পেনাল্টি না নিতে দেয়া হয়। তবে ওই ম্যাচ শেষেই স্পেন কোচ লুইস এনরিক জানান যা কিছুই হোক না কেন রামোসকে দিয়েই তিনি পেনাল্টি নেয়াবেন তিনি। তাছাড়া রামোসও গতকাল তার পেনাল্টি নেয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। সেখানে তিনি যান যদি তিনি সাহস না দেখাতেন তাহলে তিনি আজকে যে জায়গায় আছেন সেখানে পৌঁছাতেন না। রামোস সুইজারল্যান্ডের বিপক্ষে একই ম্যাচে ২টি পেনাল্টি মিস করলেও তিনি এ ম্যাচটির আগে রিয়াল মাদ্রিদ ও স্পেনের হয়ে মোট ২৫টি পেনাল্টি শট নেন। আর অপ্রত্যাশিতভাবে এই ২৫টি শটেই তিনি গোল তুলে নেন। আর তার পেনাল্টি নিয়ে যখন এমন কীর্তি আছে। তাই তার ওপর চোখ বন্ধ করেই ভরসা করতে পারেন কোচরা। একটি খারাপ ম্যাচেই সব কিছু বিচার করলে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App