×

সারাদেশ

বৈধ কাগজপত্র না থাকায় আনোয়ারার দুই ক্লিনিক্যাল ল্যাব সিলগালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১১:০৬ পিএম

বৈধ কাগজপত্র না থাকায় আনোয়ারার দুই ক্লিনিক্যাল ল্যাব সিলগালা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটে জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও বারশতের কালিবাড়ির আইডিয়াল ক্লিনিক ল্যাবে বৈধ কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বটতলী রুস্তমহাট ও কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ জোবায়ের আহমেদ। অভিযানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, এসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে গিয়ে দেখা যায়, প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও টেকনোশিয়ান ছাড়ায় পরিচালিত হচ্ছে। তাদের সরকারি অনুমোদনও নেই। এমনকি চিকিৎসা সেবায় পর্যাপ্ত পরিবেশ না থাকা ও বৈধ কাগজপত্র না থাকায় দুটি ক্লিনিককে সিলগালা করে দেওয়া হয়। তিনি আরো বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন ল্যাব গুলো তালাবদ্ধ করে পালিয়ে যায়। উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে ব্যবসা করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App