×

খেলা

পিএসএল খেলতে গিয়ে বাংলা শেখাচ্ছেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১১:৪৩ এএম

পিএসএল খেলতে গিয়ে বাংলা শেখাচ্ছেন তামিম

ছবি: টুইটার

বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কারণে ক্রিকেটাররা যেমন পান একে অপরকে ভালোভাবে জানার সুযোগ, তেমনি প্রায়ই পড়তে হয় ভাষাগত সমস্যায়। সাধারণত কথাবার্তার কাজে ইংরেজি ভাষাই ব্যবহার করেন ক্রিকেটাররা। তবে সুযোগ পেলে যার যার নিজ দেশের ভাষার প্রয়োগও করে থাকেন তারা।

যেমনটা এখন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য অবস্থান করছেন পাকিস্তানের করাচিতে, খেলছেন ফাইনালিস্ট দল লাহোর কালান্দার্সের হয়ে। আজ (মঙ্গলবার) ফাইনাল ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে তামিমের দল।

দলের খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তায় ইংরেজির পাশাপাশি উর্দু ব্যবহার করা হলেও, তামিম তার সতীর্থদের বাংলা ভাষাও শেখাচ্ছেন নিজের মতো করে। পাকিস্তানি টিভি চ্যানেল ডিবি টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনা থাকায় পিএসএলে উর্দু ভাষার ব্যবহার থেকেও বিরত রয়েছেন তিনি।

সাক্ষাৎকারে খেলোয়াড়দের মধ্যে কথোপকথনের বিষয়টি বোঝাতে গিয়ে তামিম বলেন, ‘আমরা দুই ভাষাতেই কথা বলার চেষ্টা করি। ইংরেজির সঙ্গে কিছু উর্দুও বলার চেষ্টা করি। আমি জানি না কতটা ভালো আমি উর্দুতে। আমিও তাদের কিছু বাংলা শেখানোর চেষ্টা করি। তাদের মধ্যে কেউ কেউ কিছু বাংলা পারেও।’

বিসিবির নির্দেশনার বিষয়টি উল্লেখ করে দেশসেরা ওপেনার বলেন, ‘আমি উর্দু বলতে পারব না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নির্দেশনা দেওয়া আছে। আমি কেবল বাংলা অথবা ইংরেজি বলতে পারব। কিন্তু আমি সামান্য কিছু বলতে পারি, আমি হয়তো এক দুইটা শব্দ বলতে পারব।’

তবে এরপর উপস্থাপকের অনুরোধ রাখতেই তামিম উর্দুতে বলেন, ‘আসসালামু আলাইকুম, আমাদের দলের জন্য দোয়া করবেন, আমরা যেন জিততে পারি।’

পিএসএলে খেলার অভিজ্ঞতা, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বের বিষয়টিও উঠে আসে তামিমের সাক্ষাৎকারে। যেখানে শুধু পিএসএল নয়, বিপিএলে একসঙ্গে খেলার স্মৃতিও মনে করেন তামিম। বিপিএলে কুমিল্লার ভিক্টোরিয়ানসের হয়ে তামিমের একমাত্র শিরোপা জেতার আসরে তার সতীর্থ ছিলেন শহিদ আফ্রিদি।

তামিম বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে বেশ কিছু সেরা পাকিস্তানি তারকার সঙ্গে খেলার সুযোগ হয়েছে। নাম ধরে বলতে গেলে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক; ঢাকা লিগের একটি ম্যাচে মোহাম্মদ ইউসুফের সঙ্গেও খেলা হয়েছে। ২০১৮ সালে আমরা বিপিএল শিরোপা জিতেছি, আফ্রিদি আমাদের অনেক বড় অংশ ছিলেন। এর বাইরেও অনেক পাকিস্তানি আছেন। তাদের সঙ্গে খেলা ও মজা করা দারুণ ব্যাপার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App