×

সারাদেশ

তাড়াইলে পটকা মাছ নিষিদ্ধ করে প্রশাসনের প্রচারণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

তাড়াইলে পটকা মাছ নিষিদ্ধ করে প্রশাসনের প্রচারণা
কিশোরগঞ্জের তাড়াইলে বিষাক্ত পটকা মাছ নিষিদ্ধ করণে জনসচেতনামূলক মাইকিং করানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সোমবার (১৬ নভেম্বর) ভোরের কাগজ লাইভে " তাড়াইলে বিষাক্ত পটকা মাছ খেয়ে ৪ জন অসুস্থ " শিরোনামে সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদের দৃষ্টিগোচর হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষাক্ত পটকা মাছ নিষিদ্ধ করে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়। এছাড়া কেউ যদি বিষাক্ত পটকা মাছ বিক্রয়ের জন্য তাড়াইল বাজারসহ আশপাশের বাজারে নিয়ে আসেন তাহলে নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদ ও তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমানকে ফোন করে জানানোর জন্য আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদ বলেন,বিষাক্ত পটকা মাছ খেয়ে ৪ জন অসুস্থ  হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এই বিষয়ে গতকাল ভোরের কাগজ লাইভে সংবাদ প্রকাশের পর আমি তা দেখেছি, তাই আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে বিষাক্ত পটকা মাছ নিষিদ্ধকরণে জনসচেতনতামূলক মাইকিং করানো  হচ্ছে প্রশাসনের পক্ষথেকে।এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App