×

সারাদেশ

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৮:৫২ পিএম

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দাখিলকৃত জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। ঋণ খেলাপির দায়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) তার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া দাখিলকৃত অপর তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা। রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন জানান, আসন্ন রাণীগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ চার প্রার্থী গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার দাখিলকৃত মনোনয়ন পত্র নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহসিন রেজার দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রউফ দুলু, বিএনপি’র মনোনীত প্রার্থী মোসারব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিকের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App