×

সারাদেশ

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৫:৩৮ পিএম

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সাদারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। নিহত একজন হলেন, কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু সাইদের ছেলে জামাল উদ্দিন (৪০), তিনি মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী। তবে অপর নিহত সিএনজি চালকের পরিচয় জানা যায়নি। পরে ঘটনাস্থলে গিয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ, চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সোয়া ২টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে ফলবোঝাই লক্ষ্মীপুরগামী সিএনজি অটোরিকশা (নোয়াখালী থ-১২-০৫০১) ও লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী শাহী নামীয় বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৪৪৯) চন্দ্রগঞ্জ থানা এলাকার সাদারঘর নামকস্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কমলনগর উপজেলার মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী জামাল উদ্দিন ও সিএনজির চালক (অজ্ঞাত পরিচয়)। লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন মৃধা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, ফলবোঝাই সিএনজি অটোরিকশার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও একজন ফলবিক্রেতা নিহত হয়েছেন। সিএনজি চালকের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তারা আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App