×

বিনোদন

হ্যারি পটারের ঝাঁটায় চড়ে ঘুরে বেড়ানো (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০১:১০ পিএম

হ্যারি পটারের ঝাঁটায় চড়ে ঘুরে বেড়ানো (ভিডিও)

হ্যারি পটারের ঢঙে ‘ব্রুমস্টিক স্কুটার’ নিয়ে অফিসে যান তারা

হ্যারি পটারের ঝাঁটায় চড়ে ঘুরে বেড়ানো (ভিডিও)

কম বেশি সব মুভিপ্রেমিদের কাছে জনপ্রিয় ছবি হ্যারি পটার। পছন্দের মুভির চরিত্রের বিভিন্ন রং ঢংয়ে সাজেন দর্শক-ভক্তরাও। যা ভাবা তাই কাজ। হ্যারি পটারের জাদু-ঝাঁটার ওপর বসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দুই যুবক। ব্রাজিলের সাও পাওলোর রাস্তায় গাড়ির পাশাপাশি হ্যারিপটারের ঝাঁটার এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক সবাই। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।

বছর চল্লিশের ভিনিসিয়াস স্যাঙ্কটাস এবং আটাশ বছরের আলেসান্দ্রো রুশোর যান দেখে শনিবার চমকে গিয়েছিলেন সাও পাওলোর মানুষ। তারা দু’জনে হ্যারি পটারের ঢঙে বসেছিল ঝাঁটার উপর।

ঝাঁটা দিয়ে তৈরি এই নতুন যানের তারা নাম দিয়েছেন ‘ব্রুমস্টিক স্কুটার’। মোটরের সঙ্গে একটি চাকা যুক্ত রয়েছে এতে। তার মাধ্যমেই এগিয়ে যায় এটি। ঝাঁটার সামনের অংশ যে দিকে ঘোরানো হবে, সেই অনুসারে গতিপথ পরিবর্তন করবে ‘ব্রুমস্টিক স্কুটার।’

রুশো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই স্কুটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। বাড়ি থেকে কাজের জায়গায় যেতেই বুমস্টিক স্কুটার ব্যবহার করেন ভিনিসিয়াস এবং রুশো। তাদের আশা, আগামী দিনে পটার ভক্তরা এই স্কুটার নিয়ে আরও উৎসাহ দেখাবেন।

https://www.youtube.com/watch?v=nMRjVO39HDI&feature=emb_title

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App