×

আন্তর্জাতিক

সেলফ আইসোলেশনে বৃটিশ প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০১:৫৬ পিএম

আবারও ‘সেলফ আইসোলেশনে’ রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় আক্রান্ত এক এমপির সঙ্গে বৈঠক করায় স্বেচ্ছায় আইসোলেশনে যান তিনি। রবিবার ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এএফপির খবরে এ কথা বলা হয়েছে, সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস বরিস জনসনকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে। তার একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯-এর কোনো লক্ষণও নেই।

বরিস জনসন গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে কয়েকজন পার্লামেন্ট সদস্যের সঙ্গে ৩৫ মিনিট ধরে এক বৈঠক করেন। এরপরই বরিস জনসনের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজনের মধ্য কোভিড-১৯-এর লক্ষণগুলো দেখা যায়। তাই এরপরই প্রধানমন্ত্রী আইসোলেশনে চলে যান।

এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিন রাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App