×

সারাদেশ

১২ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৬০ বছরের বৃদ্ধ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৯:২৯ এএম

১২ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৬০ বছরের বৃদ্ধ!

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে নোটারি পাবলিকের মাধ্যমে ১২ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন ৬০ বছরের এক বৃদ্ধ। খবর পেয়ে অভিযান চালিয়ে বাল্যবিয়ের অপরাধে ওই বৃদ্ধ, মেয়ের মা, নানা ও নানিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। পরে বাল্যবিয়ের দায়ে বৃদ্ধ মোহাম্মদ ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আদালত কিশোরীর মা ফাতেমা বেগমকে ৬ মাস, নানা খবির তালুকদার এবং নানি হালিমুন্নেসাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বৃদ্ধ মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের বাসিন্দা। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে হয় স্কুলছাত্রীর। বিয়ের ব্যাপারে মেয়ের বাবা বাধা দিলেও তার মা গোপনে বিয়ে সম্পন্ন করেন। শুক্রবার রাতে নতুন জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ^শুরবাড়িতে গেলে মেয়ের অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বিভিন্ন ধারায় এ শাস্তি দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App